শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ার একটি ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নাটোরের সিংড়ার একটি ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ার অপহরণের পর জোরপূর্বক গণধর্ষণ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ছাব্বির আহম্মেদ ওরফে আবু সাইদ (২৬)কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। ৩ মে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকার বিমানবন্দর গোলচত্তর এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাব্বির আহম্মেদ বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

আজ ৩ মে শুক্রবার দুপুরে

র‍্যাব-৫  সিপিসি-২, নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় র‍্যাব-৫ এর একটি অপারেশন দল  গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে ৩ মে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকার বিমানবন্দর গোলচত্তর এলাকা হতে গ্রেফতার করা হয়। বিগত ২০১২ সালের ২০ অক্টোবর সংঘটিত অপহরণ এবং একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলায় ২০২৩ সালের ৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল গ্রেপ্তারকৃত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এরপর থেকেই সাব্বির আহমেদ ওরফে আবু সাঈদ পলাতক ছিলেন। 

গ্রেফতারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …