সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় ৫ টি টিয়া পাখি উদ্ধার

নাটোরের সিংড়ায় ৫ টি টিয়া পাখি উদ্ধার

ক্রেতা সেজে পাঁচটি টিয়া পাখি উদ্ধার করেছে চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা । আজ ১৫ মে বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কলম বাজার এলাকা থেকে ক্রেতা সেজে পাঁচটি টিয়া পাখি উদ্ধার করেছে চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে একটি মুরগী ব্যবসায়ীর বাড়ি থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয় । খবর পেয়ে চালানবিল জীভ বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে যান এবং পাখিগুলোকে উদ্ধার করেন। এর মধ্যে তিনটি মা পাখি রয়েছে ও দুটি ছানা পাখি রয়েছে। চিকিৎসা শেষে পাখি গুলো প্রশাসনের সহযোগিতায় অবমুক্ত করা হবে বলে জানান সাইফুল ইসলাম।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …