নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় সেচ সুবিধা না পেয়ে বিপাকে পড়েছে কৃষক ওবায়দুর রহমান। সেচ কমিটি তাকে অনুমোদন দেয়ার পর তা বাতিল করায় বিপাকে পড়েছে ঐ কৃষক। তবে পবিস-১ এবং বিআরডিসি প্রকল্পের প্রকৌশলী জানান ওবায়দুর সেচ সুবিধা যাবার যোগ্য। কিন্তু একজনের অভিযোগের প্রেক্ষিতে তাঁর সংযোগ বাতিল করা হয়। অথচ ঐ কৃষক ২ বিঘা জমিতেও চাষ করেন না। সরেজমিনে এমন রিপোর্ট পাওয়া গেলেও কেনো তাঁকে সেচ সুবিধা দেয়া হচ্ছে না এর সদুত্তর মেলেনি।
জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের ওবায়দুর রহমান দীর্ঘদিন থেকে নিজের এবং বর্গাকৃত প্রায় ৬০ বিঘা জমিতে আবাদ করে আসছেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারী তে তাঁর আবেদনের প্রেক্ষিতে সেচ কমিটি তাঁর আবেদন গ্রহন করে এবং পবিস-১ সংযোগ প্রদান করে।পরে ঐ গ্রামের সাইফুল ইসলাম সেচের আবেদন করেন এবং অনুমোদন দেয় সেচ কমিটি।
অথচ তাঁর মাঠে ১ বিঘা জমি আছে। পরে তাঁর অভিযোগের কারনে ওবায়দুরের সংযোগ বিচ্ছিন্ন করে পবিস-১ তাঁরপর থেকে বিপাকে পরে কৃষক ওবায়দুর। সে বারবার সেচ কমিটির দারস্থ হলেও সংযোগ পায়নি।
এ বিষয়ে বিআরডিসি সহকারী প্রকৌশলী ইমরান জানান, ওবায়দুর সংযোগ পাবার যোগ্য, তদন্তে রিপোর্ট সন্তোষজনক।
অপরদিকে পবিস-১ এর ডিজিএম রেজাউল করিম জানান, ওবায়দুরের বিষয়টি বিবেচনায় আছে, সেচ কমিটি অনুমোদন দিলে আমরা সংযোগ দিয়ে দিবো।
আরও দেখুন
সিংড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার
কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,লিটন আহমেদ (দৈনিক সকালের সময়) সভাপতি ও মোঃ রবিন খান(দৈনিক কালবেলা) …