রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চাঁদাবাজির প্রতিবাদে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ

নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চাঁদাবাজির প্রতিবাদে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,সিংড়া :

নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের চাঁদাবাজির প্রতিবাদে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী সিএনজি অটোরিকশা চালকরা। আজ ২৬ জানুয়ারি শুক্রবার দুপুর বারোটার দিকে নাটোরের সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের সভাপতি সোহেলের নেতৃত্বে সেন্টুকে সভাপতি সোহেলকে সহ-সভাপতি এবং রঞ্জুকে সাধারণ সম্পাদক করে সিএনজি অটো রিক্সা মালিক সমিতির কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রতিদিন ২০৫ টি সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতি অটোরিকশা থেকে ২০ টাকা করে চাঁদা আদায়ের কথা থাকলেও তারা সেখান থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করে। এরমধ্যে ১০ টাকা সিংড়া পৌরসভা গ্রহণ করে এবং ৩০ টাকা শ্রমিক সমিতি নেয়। এই নিয়ে চালক এবং সমিতির নেতাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এরই জেরে ৫-৬ জন সিএনজি অটো রিক্সা চালককে চাঁদা না দেয়ার কারণে সিএনজি স্ট্যান্ড থেকে তাদের বের করে দেয়। পরে অপরপক্ষের লাবুর নেতৃত্বে বিক্ষুব্ধ চালক এবং স্থানীয়রা দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে মালিক সমিতির অফিসের উপরে রক্ষিত ব্যানার টেনে ছিঁড়ে নামিয়ে ফেলে। এতে আতঙ্কিত শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। সিএনজি চালকরা জানান, সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদ করলে কয়েকজন সিএনজি চালককে স্ট্যান্ড থেকে বের করে দেয়। কুঞ্চি ভোদরা এলাকার সিএনজি অটো রিক্সা চালক সাগর আলী বলেন, সারাদিন আমরা কষ্ট করে অটো রিক্সা চালিয়ে যা রোজগার করি তার অর্ধেকই যায় সমিতির নেতাদের পেটে। জিগাপাড়া এলাকার চালক খাইরুল ইসলাম বলেন ২০ টাকা করে নেয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে ৪০ টাকা করে। এই টাকা মালিক শ্রমিক কারো কল্যাণেই আসে না। ,ক্ষীরপোতা এলাকার সিএনজি অটোরিকশা চালক আলামিন ১৮ বছর ধরে সেন্টু এবং রঞ্জু এই চাঁদার টাকা নিজেরা ভোগ করে যাচ্ছে। আজকে শ্রমিক জনতা তার প্রতিবাদ জানিয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ সিংড়া বাস স্ট্যান্ড এবং সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। আপাতত সিএনজি স্ট্যান্ড শান্ত রয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …