নিজস্ব প্রতিবেদক:ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। গ্রামীন অবকাঠামো উন্নয়নে নারী কর্মীদের কাজ দিয়ে সমাজে তাদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আজ শনিবার নাটোরের সিংড়ায় পল্লী কর্মসংস্থান ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ১২০ জন নারী কর্মীদের মাঝে ৪ কোটি ৩৮ লাখ টাকার সঞ্চায়ী চেকসহ সনদপত্র ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ২ লাখ ৮৫ হাজার আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হা- মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, পোর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …