রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-২

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-২

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন (৩৩) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছে আহত হয়েছে ইয়াসিন আলী এবং শাহজালাল নামের অপর দুই ব্যক্তি। নিহত ওসমান আলী নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের হারু মিয়ার ছেলে। আহত ইয়াসিন আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং শাহজালাল একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর থেকে সিংড়া যাচ্ছিলেন সাখাওয়াত, ইয়াসিন এবং শাহজালাল। পথে বন্দর এলাকার ব্রিজের উপরে পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে সাখাওয়াত আলী ঘটনাস্থলেই নিহত হয়। ভ্যানের অপর দুই যাত্রী ইয়াসিন এবং শাহজালালকে এলাকাবাসী উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করতে পারেনি। নিহতের মরদেহ ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …