নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় ওয়াসিম (১৯) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহত ওয়াসিম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নুরুলের মন্ডল পাড়া গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, পেঁয়াজ বোঝাই একটি মিনি ট্রাক মাদারীপুর জেলার গোয়ালন্দ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাকটি দাঁড়িয়ে থাকা একটি বড় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের কেবিনেটে চাপা খেয়ে হেলপার ঘটনাস্থলেই মারা যায় ট্রাকটির চালক পলাতক রয়েছে। পুলিশ পেঁয়াজ সহ ট্রাক এবং মরদেহ থানায় নিয়ে এসেছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …