সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোর প্রতিনিধিনাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে ১জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে বালুয়া বাসুয়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার শেরকোল কংসপুর গ্রামের আনসার আলীর ছেলে। আহত আবুল কাশেম একই গ্রামের উজির উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহত আশরাফুল এবং তার সঙ্গী কাশেম মোটরসাইকেল যোগে শেরকোল নিজ বাড়ীতে ফিরছিলেন। সিংড়া বালুয়া বাসুয়া এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক ও আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে। এসময় আশরাফুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়, কাশেমকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

পরে বিক্ষুব্ধ জনতা সিংড়া বাসস্ট্যান্ডে ট্রাকটি আটক করলেও এর চালককে আটক করতে পারেনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …