নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুলাই রোববার দুপুরে রথযাত্রা উদযাপন উপলক্ষে সিংড়া আনন্দ আশ্রমের পক্ষ থেকে সিংড়ায় প্রথম বারের মতো রথ যাত্রা অনুষ্ঠিত হয় । এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য তপন কুমার সেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, সিংড়া পৌরসভার মেয় র তথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমূখ। এবারই প্রথম সিংড়া পৌর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলো। এমন অনুষ্ঠান আয়োজন করায় আনন্দ আশ্রম মন্দির কমিটিকে ধন্যবাদ জানান অতিথিরা। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক ভক্তবৃন্দ কীর্তন গান শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে এই রথযাত্রায় অংশগ্রহণ করেন।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …