নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৫ জন যাত্রী আহত হলেও কেউ নিহত হননি। শুক্রবার সকাল পৌনে দশটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার সাতমাইল নামক স্থানে রাজশাহী নিউ সেঞ্চুরী পরিবহনের নামের যাত্রীবাহী বাসটি উল্টে যায়। এতে ওই বাসটির যাত্রীরা আহত হন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান আহমেদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী রাজশাহী নিউ সেঞ্চুরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার সাতমাইল নামক স্থান অতিক্রম করার সময় রাস্তা সম্প্রসারণ এর কারণে সৃষ্ট গর্তে চাকা পড়ে উল্টে সড়কের নিচে খাদে পড়ে যায়। বাসে ৫০জনের মত যাত্রী ছিল। এদের মধ্যে পাঁচজন সামান্য আহত হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও দেখুন
লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …