নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জয় আহমেদ (১৮) নামের এক যুবক নিহত ও জজ আলী নামের অপর এক যুবক আহত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত জজ একই এলাকার জনৈক হাকিমের ছেলে। এলাকাবাসী আহত জজকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত জয় আহমেদ (১৬) চামারী ইউনিয়নের গুটিয়া গ্রামের কালামের ছেলে।
স্থানীয়রা জানায়, বেপরোয়া ভাবে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে আঘাত পায়। এতে জয় এবং জজ গুরুতর আহত হলে এলাকাবাসী তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জয় কে মৃত ঘোষনা করে। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা নিহত -১ আহত -১
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …