নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মেয়াদোত্তীর্র্ণ ঔষধ রাখায় ২টি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর এলাকার দমদমা এলাকার নাহার এবং রাজ ফার্মেসি নামের ওই দুটি দোকানে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম অভিযান পরিচালনা করেন।
এসময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, কঠোর বিধি- নিষেধকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার সিংড়া উপজেলার দমদম বাজার এলায় রাজ ফার্মেসীকে ও নাহার মেড়িসিন কর্ণারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে একই ধারা মোতাবেক দুইটি মামলায় দুইটি ফার্মেসীকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।