নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় মাটি চাপায় সালমান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের গুল মোহাম্মদের ছেলে ও কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নদীর ধার থেকে মা ও বোন মাটি কেটে নিয়ে যায়। এসময় সেখানেই খেলছিলো সালমান। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে মাটি সরিয়ে সালমানকে মাটি চাপা অবস্থায় দেখতে পায়। মাটি সরানোর পরে তাকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তারা।
ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …