নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউপির পাঙ্গাসিয়া গ্রামের আলেক মিয়া(৪৫) দু’দিন ধরে নিখোঁজ হয়েছেন। তিনি একজন মাছ চাষী। নিখোঁজের একদিন পর মঙ্গবার (২১ মার্চ) সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আলিফ হোসেন।
আলিফ হোসেন জানান, সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সময় আমার পিতা মো: আলেক মিয়া(৪৫) নিজ বাড়ি হইতে ২লাখ টাকা নিয়ে গুরুদাসপুর উপজেলার বৃ-গড়িয়া বাজারে মেসার্স নাফিসা ফিস ফিড-এ মালিক গোলাম আজমের দোকানে হালখাতা করার জন্য বাড়ি থেকে বের হন।
দুপুর ১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পার হয়ে গেলেও তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আরও দেখুন
নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …