নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ ডিসেম্বর শুক্রবার বিকেল চারটার দিকে এই বিজয় র্যালি শুরু হয়। উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শুরু হওয়া বিজয় র্যালিটি সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বর থেকে শুরু হয়ে হাইটেক পার্ক পর্যন্ত গিয়ে আবারো কোর্ট মাঠে এসে শেষ হয়। ১০ কিলোমিটার ব্যাপী লম্বা ই র্যালিটি তে প্রায় ১০ হাজারের মতো ভ্যান অটো রিক্সা সিএনজি চালক এই র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
এই বিজয় র্যালিপরিণত হয় নির্বাচনী প্রচারণায়। এই অটো ভ্যান রিক্সা শ্রমিকদের নিজস্ব যানবাহনে যেমন ছিল নৌকার ফেস্টুন এবং ব্যানার তেমনি মুখে ছিল জয় বাংলা শ্লোগান। তবে এই র্যালির ফলে জনমানুষের কিছুটা ভোগান্তি হয়েছে। দীর্ঘ তিন ঘন্টা যানজটের সৃষ্টি হয়েছিল সিংড়া পৌর এলাকার বিভিন্ন রাস্তা। তবে মন্ত্রীর নির্দেশনা ছিল রাস্তার এক পাশ দিয়ে র্যালি করার কিন্তু ভিড়ের চাপে সেটি শেষ পর্যন্ত সম্ভবপর হয়ে ওঠেনি।