মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / শিক্ষা / নাটোরের সিংড়ায় বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও শিক্ষা সামগ্রী বিতরণ

নাটোরের সিংড়ায় বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার দামকুড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও বিভিন্নরকম শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকাল ১১ টায় এসব সামগ্রী বিতরন করা হয়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের আর্থিক সহযোগিতায় সকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস, খাতা, কলম, পেন্সিলসহ শিক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দেন,  ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য সুলতান আহমেদ এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক ইকবাল হোসেন, মকবুল হোসেন, শ্যামলী আকতারসহ অত্র গ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …