বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালোর ইউনিয়নের মোহনপুর গ্রামে এরশাদ আলী নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরশাদ আলী উপজেলার মোহনপুর গ্ৰামের মৃত ময়েজ আলীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে এরশাদ ঘরের আলো জ্বালাতে বিদ্যুৎ এর সুইচ দিতে যায়। এসময় সুইচের তার বের হয়ে থাকায় তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ঠ হয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমান মৃতদেহ তার নিজ বাড়ি মোহনপুর আছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …