রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

নাটোরের সিংড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় খলিল আলী (৪০) নামে একজন হেলপার নিহত হয়েছে। নিহত খলিল বগুড়া সদর উপজেলার আশোকোলা গ্রামের মৃত চান্দুর পুত্র। সে ওই ঝটিকা পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিল। আজ (২৩ ডিসেম্বর) শনিবার সন্ধ্যা ৬ টার সময় নাটোর – বগুড়া মহাসড়কের লাল ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, নাটোর থেকে ঝটিকা পরিবহনের একটি গাড়ি বগুড়া যাবার পথে সন্ধ্যের সাড়ে ছয়টার দিকে সিংড়া বগুড়া মহাসড়কের জলার বাতাস এলাকায় পৌঁছালে সিগারেট কেনার জন্য বাস থামায়। হেলপার খলিল বাস থেকে নেমে সিগারেট ধরে বাসে উঠতে যায়। এ সময় অসাবধানতার কারনে গেটের কাছে থাকা হেলপার পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …