নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়া বিয়ের জন্য চাপ দেয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে নাইস খাতুন (১৭) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আগামীকাল ওই স্কুল ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিলো। রোববার দুপুরে স্কুল ছাত্রী তাঁর নিজ ঘরে বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও স্থানীয় দূর্গাপুর আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির জানান, গত কয়েকদিন ধরে শিক্ষার্থী নাইস খাতুনকে বিয়ের জন্য জোর করে আসছিলো তার বাবা- মা। এত ওই কিশোরী বিষ খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …