শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জোরমল্লিকা এলাকা থেকে এই ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এ সময় সিংড়ার বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকার একশটি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ‘মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণের কঠিন সময়ে সম্মুখ যোদ্ধা হিসেবে পুলিশ সাধারণ জনগণের সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ সব সময় সকল প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগীদের সেবায় এগিয়ে আসার নজির রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের মাঝেও পুলিশ তার নিজস্ব তহবিল থেকে, বেতনের অংশ থেকে ও রেশন থেকে দুঃস্থ মানুষের সেবা করে গেছে। তাই এই সময়ে বন্যার্তদের পাশে থাকার ব্যাপারে ও পুলিশ সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …