মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। আজ ১৫ আগস্ট মঙ্গলবার এই উপলক্ষে সকাল দশটার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়।  র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।

সেখানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিঙ্গা পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ। এছাড়াও সিংড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …