শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সৌদি আরবের কিং ফয়সাল ফাউন্ডেশন এন্ড রিলিফ সেন্টারের সহযোগিতায় আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মত এই চক্ষু ক্যাম্পে পাঁচ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহন করছেন।

বাছাইকৃত রোগীদের পরবর্তীতে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করে দেওয়া হবে। ডাঃ আহমেদ তাহির হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান এবং সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের উন্নয়ন, সেবা আর সুশাসনের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন।

আসন্ন নির্বাচনে উন্নয়নের ধারা চলমান রাখার জন্য নৌকা মার্কা প্রতীকে ভোট দেবার আহবান জানান তিনি। পরে প্রতিমন্ত্রী চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

সটঃ- জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …