রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে লটারি

নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে লটারি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সরকারি ঘোষণা অনুযায়ী সিংড়ায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে লটারি। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ছাতারদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় ছাতারদিঘী ইউনিয়ন বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষকরা একটি করে কার্ডে ধান দিতে পারার জন্য উত্তীর্ণ হয়। ধান দিতে পারার টোকেন পেয়ে তারা ভীষণ খুশি হয়।  সরকারের এই উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার যেন এই উদ্যোগ প্রতিবছর নেয়। তাহলেই কৃষক বাঁচবে।

এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য অফিসার আতাউর রহমান এবং ১১ নং ছাতারদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দ প্রমুখ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …