মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ অফিসের কোয়ার্টার পরিত্যক্ত

নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ অফিসের কোয়ার্টার পরিত্যক্ত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলা প্রাণীসম্পদ অফিসের কোয়ার্টার দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নিরাপত্তার অভাব এবং বাসযোগ্য না হওয়ায় ভেটেরিনারি সার্জন হিসেবে এখানে কেউ আসতে অপারগ প্রকাশ করছেন। আবাসিক সুবিধা থাকলেও বাসযোগ্য নয় তবুও ভেটেরিনারির আবাসিক বেতন কর্তন যাওয়ায় কিছুদিন আগে একজন চলে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: গৌরাঙ্গ কুমার তালুকদার জানান, অফিসটি অরক্ষিত, তাছাড়া কোয়ার্টার বসবাসে অনুপযোগী।  কোয়ার্টারে দুটি ইউনিট কম্পাউডার ও ভেটেরিনারি সার্জনের পরিবার নিয়ে বসবাসের জন্য কোয়ার্টার নির্মান করা হয়। কিন্তু বর্তমানে সেটা বসবাসের অনুপযোগী। 

জানা যায়, ২০১৩ সাল থেকে পুরোপুরি অকেজো অবস্থায় রয়েছে কোয়াটারটি। সংস্কার এবং সুরক্ষিত করার জন্য প্রাচীর নির্মানের আবেদন পাঠানো হয়। এজন্য প্রাণিসম্পদ অধিদপ্তরে চিঠি প্রেরণ করা হয়। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহন করা হয় নি। বর্তমানে অফিসে কর্মরত রয়েছে ৭ জন। এর মধ্য ৪ টি পদ শূন্য রয়েছে। ভেটেরিনারি সার্জন পদ টি ও  শুন্য রয়েছে।

সর্বশেষ ডা: রফিকুল হাসান নামে একজন ভেটেরিনারি সার্জন ছিলেন কিন্তু কোয়ার্টারে বসবাসের অনুপযোগী অথচ বেতন থেকে কর্তন করায় তিনি আর বেশিদিন থাকেন নি।১.০২ একর জমিতে গড়ে উঠে উপজেলা প্রাণিসম্পদ অফিস। বর্তমানে অফিসের চত্বরে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মান সামগ্রী রাখা হয়েছে। অফিসের বাউন্ডারী না থাকায় সন্ধ্যা নামলে মাদকসেবীদের আনাগোনা চোখে পড়ে বলে জানায় স্থানীয়রা। 

এজন্য বাউন্ডারী নির্মান করা জরুরী বলে জানান কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোয়ার্টারটি অগোছালো, জানালাগুলো সব ভেঙ্গে গেছে। প্রাণী সম্পদের ভেতরে শহর রক্ষা বাঁধের নির্মান সামগ্রী রাখা হয়েছে। গোবর দিয়ে রেখেছে স্থানীয়রা। পরিত্যক্ত অবস্থায় কোয়ার্টারটি জনমানবশূন্য।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …