বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি নিহত

নাটোরের সিংড়ায় পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি নিহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় পুত্রবধূ খাদিজাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি তৈমন বেগম (৬০) নিহত হয়েছে। মঙ্গলবার রাত 8 টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তৈমন বেগম উপজেলার দিঙ্গল গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী।

পরিবারের লোকজন ও এলাকাবাসী নারদ বার্তাকে জানায়, খাদিজা বেগম তার শোবার ঘরে খোলা বৈদ্যুতিক তার ধরে টান দিলে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। বৈদ্যুতিক তারে জড়িয়ে পুত্রবধূ খাদিজা চিৎকার দিলে শাশুড়ি তৈমন বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসে। এসময় পুত্রবধূ বেঁচে গেলেও শাশুড়ি ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত খাদিজা বেগমকে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান, খাদিজার অবস্থাও সংকটাপন্ন।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …