শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

নাটোরের সিংড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলা বিলদহর মোড়ে সরকারি অধিগ্ৰহণকৃত পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি এই জায়গা দখল করে ভবন নির্মাণ করছে কুরবান আলী নামে একজন ব্যক্তি।

কুরবান আলী জানান, তিনি জায়গাটি সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন এর ভাতিজা মতলেব আলীর কাছে থেকে কিনেছেন। স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এভাবে দিন দিন একই এলাকায় সরকারি একত্রিত জায়গাগুলো দখল করে যাচ্ছে, যেন দেখার কেউ নেই। জানা গেছে, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উনার ভাতিজা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতলেব হোসেন ও চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির ইসলাম মনি ও প্রভাবশালী হওয়ায় তারা ৭লাখ টাকা দিয়ে বিক্রি করেছেন। আরো জানা যায়, ২০১৯ সালে তারা ১২ লাখ টাকা দিয়ে বিলদহর মৎস্য আড়তের কাছে বিক্রি করেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, বিষয়টি সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহি অফিসার সামিরুল ইসলাম জানান, আমি বিষয়টি জানতাম না। আমি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …