রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু।

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে মোহাম্মাদ আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২ টার দিকে উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের উত্তর দমদমার পূর্ব-পাড়ায় এই এলাকায় এই ঘটনা ঘটে। সে একই এলাকার মো. আবু তালেবের ছেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, নিহত আলী কয়েকজনের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দেওয়ার পর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না, সাথে থাকা ব্যক্তি ও পরিবারের সদস্যরা মিলে অনেক খোঁজাখুঁজির পরে উজান থেকে ভেসে আসা কচুরিপানার মধ্যে থেকে স্থানীয়রা তার মৃত দেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আলী মাছ ধরার জন্য পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে মাছ ধরা অবস্থায় নিঃশ্বাস ফুরিয়ে আসতে থাকলে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে অবাঞ্চিত কচুরিপানায় আটকে গিয়ে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কেননা কিছুদিন যাবত আলীর বিয়ের কথা চলছিলো

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …