রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ ওলিউল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সিকিচড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত ওলিউল্লাহ সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার শরিফুল ইসলামের ছেলে। সে  রহিম ইকবাল কেজি একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু ওহিউল্লাহ তার মায়ের সাথে সিকিচড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুরে পাড় দিয়ে যাবার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমিউনিটি চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সিংড়ার রহিম ইকবাল কেজি একাডেমির অধ্যক্ষ পারভীন আকতার শিশু ওলিউল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …