মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মামাতো ফুফাতো শিশু দুই বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মামাতো ফুফাতো শিশু দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,সিংড়া :

নাটোরের সিংড়া উপজেলা হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল গ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন সাদিয়া আক্তার (৭) ও খাদিজা খাতুন (৬)। সাদিয়া ঐ গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ইমরান আলীর মেয়ে।

আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে শাঐল বুদারবাজার গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরে খেলতে গিয়ে কোনো একসময় সকলের অজান্তে বাড়ির সংলগ্ন পুকুরের পড়ে যায় দুই শিশু সাদিয়া ও খাদিজা।পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে তাদের অনেক খোঁজাখুজি করে।এরই এক পর্যায়ে বিকেল ৪টার দিকে দুজনের মরদেহ বাড়ি সংলগ্ন পুকুরে ভাসতে দেখতে পায়।পরে তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়। সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …