মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে রিমা খাতুন (০৫) নামেনামে   এক   শিশুর   মৃত্যু   হয়েছে।   মঙ্গলবার   দুপুর   দেড়টার   দিকেউপজেলার   কাউয়াটিকরি   গ্রামে   এই   দূর্ঘটনা   গটে।   নিহতরিমা একই গ্রামের রিপন ফকিরের মেয়ে।

স্থানীয়দের বরাতে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুররহমান জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল রিমাখাতুন। হঠাৎ  তাকে   দেখতে  না  পেয়ে   স্বজন   ও   স্থানীয়রা   তাকে খোঁজা-খুঁজি   শুরু   করে।   
পরে   দুপুর   দেড়টার   দিকে   পাশের   খালেশিশুটির মরদেহ  ভাসতে দেখে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে।পরিবারে   আবেদনের   প্রেক্ষিতে   ময়নাতদন্ত   ছাড়াই   লাশ   দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …