নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দী আমরুলপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ির পাশে খেলা করছিল আব্দুল্লাহ। দশটার কিছু পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ছেলেটিকে খুঁজতে থাকে তাঁর পরিবার। খুঁজতে খুঁজতে একসময় বাড়ির পাশে ডোবায় দুপুরের দিকে বাচ্চার মরদেহ ভাসতে দেখে প্রতিবেশিরা। এরপর মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
এ ঘটনায় ঐ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সচেতন মহল মনে করেন, এ বিষয়ে অভিভাবকরা সতেচন হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …