শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

নাটোরের সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আজ শুক্রবার রাত দুইটার দিকে সিংড়া থানাধীন ১০ নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম বাসস্ট্যান্ডের ৫০০ গজ দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাটোর-বগুড়া মহাসড়কে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী জামান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো গ ১৪ -৭৬১১ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পানির মধ্যে পড়ে যায়। এতে বাসের ভিতরে থাকা থাকা ৮/১০ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি বলে জানান তারা। বাস বর্তমানে পানির মধ্যে রয়েছে। মহা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …