মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির  ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার ভাগনগরকান্দি এলাকায় গুড়নই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানায়, সকালে গুড়নই নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা। মাছ ধরার এক সময় ভাগনগরকান্দি এলাকায় নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরী করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় মরদেহটি। মরদেহের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। দ্রুত পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন স্থানের মরদেহটি নদীর স্রোতে সিংড়ায় এসে পৌছেছে।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার

কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,লিটন আহমেদ (দৈনিক সকালের সময়) সভাপতি ও মোঃ রবিন খান(দৈনিক কালবেলা) …