মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,সিংড়ায় :

নাটোরের সিংড়ায় নদীর পানিতে ডুবে ফাতেমা খাতুন (০৫) ও আব্দুস সবুর হোসেন (০৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার উলুপুর গ্রামের বারনই নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং সবুর সাহাদ ইসলামের ছেলে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্পর্কে চাচাতো ভাই-বোন ফাতেমা ও সবুর দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বাড়ী সংলগ্ন বারনই নদীতে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে সবুর তাকে বাঁচাতে যায়। এসময় সেও পানির স্রোতে ডুবে যায়।

স্থানীয়রা ঘটনাটি দেখে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিষয়টি পুলিশকে অবগত হয়ে দ্রুত রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরী দল দীর্ঘক্ষণ চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …