সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নাটোরের সিংড়ায় নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় নদীতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া নদীর পশ্চিমপাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুল মতিন (৬৫), তিনি মৃত আব্দুল খলিল মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন পূর্বে সড়ক দূর্ঘটনায় আহত হন আব্দুল মতিন। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। গতকাল রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিলে পরিবারের লোকজন তাকে নদীর পাশে টয়লেটে রেখে আসলে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়।

আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘসময় অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …