রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিন

নাটোরের সিংড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক সিংড়া:

নাটোরের সিংড়ায় ধর্ষণের চেষ্টায় ৩ যুবককে আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা। গত বুধবার (১০ জানুয়ারী) রাত ৮ টায় উপজেলার ৯ নং তাজপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টায় আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হুলহুলিয়া গ্রামের সুজা প্রাং এর মেয়ে তার মায়ের সাথে পাশের ভাদুড়ি গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার আনুমানিক রাত ৮ টায় মামার বাড়ির পাশের একটি খড়ের গাদার সামনে বখাটে ৩ যুবক মিলে ঐ মেয়েকে ধর্ষষের চেষ্টা করে।

এসময় ভুক্তভোগীর চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে বখাটে যুবকরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ৩ জন যুবককে আটক করে। আটককৃতরা হলেন, ভাদুড়ি পাড়ার আজাদ আলীর ছেলে আরিফ আলী (২২), হেলাল উদ্দিনের ছেলে হাসান আলী (২৪), লতিফের ছেলে সুমন আলী (২৬)। সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানে হয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …