বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় দেড় হাজার শ্রমিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

নাটোরের সিংড়ায় দেড় হাজার শ্রমিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়া পৌর এলাকার দেড় হাজার শ্রমিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় তিনি এসব সামগ্রী বিতরণ করছেন বলে জানান। বুধবার তিনি পৌর এলাকার বিভিন্ন মহল্লার শ্রমিকদের ব্যক্তি তহবিল থেকে ঈদের সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষে আমরা কর্মহীন, অসহায় পরিবারদের মাঝেসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। পৌর এলাকার প্রত্যকটি মহল্লায় এ কার্যক্রম চলমান থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে অটো ভ্যান রিক্সা চালকদের দেড় হাজার পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …