রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

নাটোরের সিংড়ায় দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ভটভুটি উল্টে তবলু মিয়া(৩৫) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় নাটোর-বগুড়া মহাসড়ের জামতলী কালী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তবলু মিয়া উপজেলার শেরকোল কান্দিপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় এ ঘটনায় গুরুতর আহত ভটভুটি চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তবলু মিয়া ওমরপুর হাট থেকে ভটভুটি যোগে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় ভটভুটি উল্টে গিয়ে তবলুর মাথার উপর পড়ে। এতে মাথা থেঁতলে গিয়ে গুরুতর আহত হন তিনি।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …