শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক

নাটোরের সিংড়ায় ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের সীতা খালি এলাকায় এই ত্রাণ বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ বক্তারপুর ব্রীজ পরিদর্শন করেন।

সেখানে আপাতত অস্থায়ী ভিত্তিতে জনগণের দুর্ভোগ লাঘবে একটি বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করে দেন এবং এলজিইডি’র মাধ্যমে একটি ব্রীজ নির্মাণের সকল প্রক্রিয়ার কথা জানান তিনি। বন্যার পানি শুকিয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি নির্মাণ করা হবে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …