বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের সিংড়ায় ডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিক্রয়ের উদ্বোধন

নাটোরের সিংড়ায় ডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিক্রয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া পৌরসভার ডিজিটাল কার্ডের মাধ্যমে বিশেষ ওএমএসের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই কিউআর কার্ডের উদ্বোধন করা হয়। এই কার্ডের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

সারাদেশে ওএমএসের চাল বিতরণ নিয়ে যে দুর্নীতি এবং বিতর্ক চলছে তারই অবসান ঘটাতে এই কার্ডের প্রথম ব্যবহার সিংড়া পৌরসভায়। ডিজিটাল এই কার্ডের মাধ্যমে গ্রাহক ঠকার সম্ভাবনা একেবারেই নেই । ওএমএসের একজনের চাল অন্যজন তুলতে পারবে না। এতে দুর্নীতি অনেকটা কমবে বলে জানিয়েছেন পলক।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …