সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তৃষা রানী (১৪) নিহত হয়েছেন। এসময় মেয়েটির বাবা তাপস কুমার আহত হয়েছেন । আজ সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এঘটনায় ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহত তৃষা রানী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে। দুর্ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা তাপস কুমার আহত হয়েছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সকালে সিংড়া থেকে নিজ বাড়ি বাগাতিপাড়ায় যাবার সময় সড়কে খানাখন্দ থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এসময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী তৃষা রানী। স্থানীরা উদ্ধার করে মোটরসাইকেল চালক তাপস কুমারকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …