বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় ছেলে-ছেলের বউয়ের নির্যাতনে আত্মহত্যা করেছে শাশুড়ি

নাটোরের সিংড়ায় ছেলে-ছেলের বউয়ের নির্যাতনে আত্মহত্যা করেছে শাশুড়ি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ছেলে-ছেলের বউয়ের নির্যাতনে আত্মহত্যা করেছে শাশুড়ি জুলেখা বেগম (৪৭)। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার লালোর ইউনিয়নের মাঝগ্ৰামে এই ঘটনা ঘটে। জুলেখা একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

জুলেখার স্বামী শহিদুল ইসলাম জানান, তার অনুপস্থিতিতে গতকাল তার ছেলে জুয়েল রানা, জুয়েলের ভায়রা সজীব এবং জুয়েলের স্ত্রী ফাতেমা বেগম জুলেখাকে বেদম মারপিট করে। আজ সারাদিন না খেয়ে থাকার পরে সবার অজান্তে বিকেল চারটার দিকে ঘরের তীরের সাথে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …