নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ছুরিকাঘাতে মারফত আলী নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাতপুকুরিয়া বাজারের যাত্রী ছাউনিতে এই ঘটনা ঘটে। নিহত তরমুজ ব্যবসায়ী মারফত উপজেলার ইন্দ্রাসন গ্রামের গেদা মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে একই গ্রামের মৃত নাসের মোল্লার ছেলে বাচ্চুর সাথে তরমুজ কেনার সময় কথা কাটাকাটি হয়। এসময় বাচ্চূ তরমুজ কাটার চাকু দিয়ে মারফতের ডান হাতের পেশিতে ঢুকিয়ে দেয় । এতে মারফত গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন দ্রুত তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে মরদেহ সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
আরও দেখুন
বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …