সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের সিংড়ায় কৃষক সেজে আসামি ধরল পুলিশ

নাটোরের সিংড়ায় কৃষক সেজে আসামি ধরল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
কৃষকের বেশ ধারণ করে দুই বছরের সাজাপ্রাপ্ত এবাদুল্লাহ নামের এক আসামিকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। রবিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার রাখসার বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এবাদুল্লাহ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই আমিরুল ইসলাম, এএসআই  আবুল হাশেম ও এএসআই সেলিম রেজা গামছা ও লুঙ্গি পরে কৃষকের বেশ ধারণ করে কাদা-পানি মাড়িয়ে আসামি এবাদুল্লাহকে আটক করেছেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …