মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান করলেন জেলা প্রশাসক

নাটোরের সিংড়ায় কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়ায় কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান করলেন জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ। সিংড়া উপজেলার চলনবিলের ধান কাটা,শ্রমিক সংকট নিরসণ, শ্রমিকদের যাতায়াত,পরিবহন সমস্যা সমাধান এবং বোরো ধানের নমুনা শস্য কর্তন করেন তিনি। বুধবার দুপুরে তাজপুর ইউনিয়নের শহর বাড়ি এলাকায় এই নমুনা শস্য কর্তন করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমূখ।

বর্তমানে চলনবিল বোরো ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিক সংকট দেখা দেয়। এই সকল সমস্যা সমাধান করতেই জেলাপ্রশাসক আজ সিংড়া এলাকায় যান। এসময় তিনি কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের যেকোনো সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …