নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়ায় কলিয়া বাজারে সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬ টা থেকে সুকাশ ইউনিয়নের কলিয়া বাজারে সাপ্তাহিক হাট বসিয়েছিল। কিন্তু বেশি মানুষের সমাগম হওয়ার কারণে সিংড়া থানা পুলিশের হস্তক্ষেপে হাট বন্ধ হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক হাট-বাজার বন্ধ করে দেয়া হয়েছিল। তবে কৃষকদের উৎপাদিত কাঁচা তরিতরকারি বিক্রির সুবিধার্তে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পূণরায় হাট বসানোর জন্য অনুমতি দেয়া হয়েছিল। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারায় এই হাট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন। সামাজিক দুরত্ব বজায় রাখুন। সরকারের দেয়া বিধি বিধান মেনে চলুন।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …