শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নাটোরের সিংড়ায় এমিল আউটসোর্সিং থেকে ল্যাপটপ ও ডেস্কটপ চুরি

নাটোরের সিংড়ায় এমিল আউটসোর্সিং থেকে ল্যাপটপ ও ডেস্কটপ চুরি

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় এমিল আউটসোর্সিং অফিস থেকে গতকাল রবিবার রাতে ১ টি ল্যাপটপ ও ১ টি ডেস্কটপ চুরি হয়েছে।উপশহর সাবেক কমিশনার মোহাম্মাদ আলীর বাড়ির নিচতলা থেকে এই চুরির ঘটনা ঘটেছে।

উদ্যোক্তা এমিল হাসিবুল জানান, দীর্ঘদিন থেকে এলাকার কিছু যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দুর করার লক্ষে ভাড়াকৃত অফিসে কাজ করে আসছি।রবিবার রাতে কাজের ফাঁকে অফিস বন্ধ করে বের হই। এর মধ্য কে বা কারা তালা খুলে অফিসের ১ টি ল্যাপটপ ১ টি ডেস্কটপ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকি জানান, অভিযোগ করেছি।  বিষটি তদন্ত করা হচ্ছে।

আরও দেখুন

সিংড়ায় চ্যারিটেবল সোসাইটি অব

বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,নাটোরের সিংড়ায় অসহায় ও হাফেজি দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকরা হয়েছে। …