নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় ইয়াবাসহ ২জন গ্রেফতার

নাটোরের সিংড়ায় ইয়াবাসহ ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তোফাজ্জল হোসেন তোফা (৩৭) এবং মোঃ এনামুল হক আকমাম (৫৩) নামের দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ছে নাটোর জেলা গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লিশ।

আটককৃত মোঃ তোফাজ্জল হোসেন তোফা (৩৭) উপজেলার বিনগ্রাম উত্তর পাড়া এলাকার মৃত মহির প্রাং এর ছেলে এবং মোঃ এনামুল হক আকমাম (৫৩) উপজেলার দূর্গাপুর গ্ৰামের মৃত আঃ জব্বারের ছেলে । ১০ মে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের সিংড়া পৌরসভা ও উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় ডিবি পুলিশের একটি মাদকবিরোধী অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন।

আরও দেখুন

রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগ আমাদের স্থায়ী ঠিকানা -পলক

নিজস্ব প্রতিবেদক: নাটোর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, …