নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ইয়াবাসহ রেজাউল(৩৫) এবং বাহাদুর(৩০) নামের দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে আটক করা হয়। আটক রেজাউল উপজেলার শ্রীরামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে এবং বাহাদুর একই এলাকার ছেলে।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিপিএম (বার) এর নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্ৰামের মাসুদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৭৪ পিস ইয়াবাসহ রেজাউল ইসলাম(৩৮), বাহাদুরে(৩০) কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …