নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ডাঙ্গাপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী ও মহেশচন্দ্রপুর গ্রামের আরেক মেয়ে। শুক্রবার দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর হস্তক্ষেপে পৃথক দুটি বাল্যবিয়ে বন্ধ হয়। এসময় কনে দশম শ্রেণির ছাত্রীর বাবা ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও মহেশচন্দ্রপুর গ্রামের আলী আশকের পৃথক দুটি বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সকল আয়োজন চলাকালে বাল্যবিয়ের খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। এমতাবস্থায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় ওই দুই মেয়ে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …